আল্লাহ্ ক্ষমা করতে চাননা!!! পীর ক্ষমা করান???
লিখেছেন লিখেছেন সচেতন মুসলিম ২৫ সেপ্টেম্বর, ২০১৪, ০৫:২১:০০ বিকাল
পীর সাহেব বলেন -
“পীরের কাছে মুরীদ হওয়ার অর্থ আল্লাহ পাকের কাছে মানুষের বিক্রি হইয়া যাওয়া। পীর সহেব শুধু উছীলা মাত্র। বান্দা অসংখ্য গুণাহ করার ফলে আল্লাহ্ পাক তাহাকে কবুল করিতে চান না । পীর সাহেব আল্লাহ্ পাকের দরবারে অনুনয় বিনয় করিয়া ঐ বান্দার জন্য দুয়া করিবেন, যাহাতে তিনি তাহাকে কবুল করিয়া নেন” ঐ দোয়ার বরকতে আল্লাহ পাক তাহাকে কবুল করিয়া নেন। ঐ দোয়ার বরকতে আল্লাহ পাক তাহাতে কবুল করিয়া নিবেন বলিয়াই আশা করা যায়।
-ভেদে মারেফত বা ইয়াদে খোদা। পৃষ্ঠাঃ ৩৪
লেখক সৈয়দ মোহাম্মদ এসহাক
পীর সাহেব চরমুনাই।
তাহলে আমরা আজ জানলাম- পীর সাহেব আল্লাহ (সুবঃ) তায়ালার কাছ থেকে ক্ষমা করিয়ে নেন কারন আল্লাহ (সুবঃ) ক্ষমা করতে চাননা। অর্থাৎ তিনি (পীর সাহেব) আল্লাহ (সুবঃ) তায়ালার চেয়েও বেশী দয়াবান। যেহেতু আল্লাহ মাফ করতে চায়না অথচ পীর সাহেব আল্লাহরহ কাছে অনুনয় বিনয় করে মাফ করান।
কিন্তু খটকা বাধে তখন যখন দেখি-
আল্লাহ পবিত্র কুরআন মজীদে,ঘোষণা করেছেন,
>> হে আমার বান্দারা! তোমরা যারা নিজের প্রতি যুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই, আল্লাহ সকল গুনাহ মাফ করে দিবেন। নিঃসন্দেহে তিনি অধিক ক্ষমাশীল ও মেহেরবান। সূরা যুমার-৫৩।
>> কিন্তু যাহারা অপরাধ করার পর অনুতপ্ত হইয়া তওবা করে এবং সংশোধন করিয়া নেয় আর মানুষের কাছে সত্য বর্ননাকৃত করিয়া দেয় তবে তাহাদের তওবা আমি কবুল করি। আর আমি তওবা কবুলকারী এবং অনুগ্রহ করায় খুবই অভ্যস্ত।
সূরাঃবাকারা। আয়াতঃ১৬০।
>> অনন্তর যারা অজ্ঞতা ও মূর্খতা বশতঃ মন্দ কাজ করিে, অতপর তওবা করে ও নিজের আমল সংশোধন করিয়া ফেলে, তবে নিশ্চয়ই তাহারা তওবার পর, আপনার প্রতিপালক অতি ক্ষমাশীল ও দয়ালু বলিয়া পাইবে।
সূরাঃনহল। আয়াতঃ১১৯।
o
-আল্লাহ বলছেন (অধিক গুনাকারীদেরকে) নিরাশ হইওনা-আল্লাহ অধিক ক্ষমাশীল ও মেহেরবান (সুতরাং তওবা কর)। আর পীর সাহেব বললেন আল্লাহ ক্ষমা করতে চাননা পীর অনুনয় বিনয় করে ক্ষমা করান (সুতরাং পীর ধরো)। এটা (আল্লাহ ক্ষমা করতে চাননা) কি আল্লাহ (সুবঃ) তা'য়ালাকে চরম অপবাদ দেওয়া নয়???
পরিশেষে পবিত্র কোরআন থেকে একটি আয়াতের উদ্বৃতি দিয়ে শেষ করছি-
তাহারা কি এ কথা জানিতে পারেনি যে আল্লাহ্ তায়ালা নিজেই তাহার বান্দাদের তওবা কবুল করিয়া থাকেন এবং দানসমূহ গ্রহন করিয়া থাকেন। আল্লাহতায়ালা নিশ্চয়ই তওবা কবুলকারী এবং করুনাময়।
সূরাঃতওবা। আয়াতঃ১০৪।
বিষয়: বিবিধ
১৫৩৯ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পীরেরা নিজেদের জন্য ক্ষমা চাইবেন ,সুপারিশি চাইবেন নাকি মুরিদানের জন্য চাইবেন ?
কিয়ামত এত কঠিন হবে যে সকলেই ইয়া নাফসি ইয়া নাফসি করবে !
তখন এই পীরের জন্য রাসুল ছাড়া তার বড় পীর সুপারিশ করবে নাকি?
যে পীরেরা বলে তারা সুপারিশ করবেন সেই সমস্ত পীর ভন্ড ,প্রতারক ,ইসলামের দুষমন ।
মন্তব্য করতে লগইন করুন